নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির

- আপডেট সময় : ০৯:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
তরুণদের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং নাগরিক ঐক্য—দলীয় প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’ ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) এক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যাতে জাতীয় প্রতীক ‘শাপলা’কে আর কোনো দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না।
আজ বুধবার (৯ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবদুর রহমান। তিনি বলেন, “জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত যেকোনো চিহ্ন নির্বাচন কমিশন ভবিষ্যতে রাজনৈতিক দল বা প্রার্থীকে বরাদ্দ দেবে না—এমন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এবং প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’র দাবিও জানায়। এ দাবির পর থেকেই বিভিন্ন মহলে বিতর্ক ও আলোচনা শুরু হয়—জাতীয় প্রতীককে দলীয় প্রতীকে রূপান্তর করা কতটা যৌক্তিক।
ইসির এই সিদ্ধান্তে স্পষ্ট হলো, ভবিষ্যতে শাপলা প্রতীক নিয়ে আর কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমোদন পাবে না। জাতীয় প্রতীককে নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য রাখার স্বার্থেই এই উদ্যোগ গ্রহণ করেছে কমিশন।
এদিকে, এনসিপি ও নাগরিক ঐক্য—উভয় দলই এই সিদ্ধান্তকে নিয়ে পুনরায় নিজেদের অবস্থান পর্যালোচনা করবে বলে জানিয়েছে।