নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি সুবিধা ভোগ করেঃ তথ্যমন্ত্রী
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
যে কোন নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি সুবিধা ভোগ করে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সন্ধ্যায় চট্টগ্রামের কেসি দে রোডে সিটি নির্বাচনের মেয়র প্রার্থীর প্রধান কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের বেধে দেয়া নিয়মে মন্ত্রী-এমিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা কেউ প্রচারণায় আসতে পারেন না। কিন্তু বিএনপির সাবেক মন্ত্রী এমপি ও শীর্ষ নেতারা সবাই অবাধে প্রচারণা চালাতে পারছেন। এই বৈষম্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

 
																			 
																		



















