নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ,সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।নির্বাচনসংক্রান্ত সব কিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশনর হাতেই। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে।
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার প্রমাণ সাম্প্রতিক স্থানীয় সরকার ও উপনির্বাচন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়; বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।