নির্দলীয় সরকার নিয়ে সংশয় কাটানোর দায়িত্ব শীর্ষ নেতাদের : গয়েশ্বর

- আপডেট সময় : ০৮:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিএনপি’র অনেক নেতা সরকার ও গোয়েন্দা সংস্থার সাথে গোপনে বৈঠক করছেন। তবে, তা প্রমাণের সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। তিনি বলেন, আগামীতে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না। তবে, এ বিষয়ে সংশয় কাটানোর দায়িত্ব শীর্ষ নেতাদের।আর, আওয়ামী লীগ বিভ্রান্তিকর কথা বলে জনগণের মন জয়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ দুঃশাসনের বিরুদ্ধে নজরুলের কবিতা ও গান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাসাস। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুল যে দুঃশাসনের অবসান চেয়েছেন তা এখনো শেষ হয়নি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়নে জাতীয়তাবাদী প্রজম্ম ৭১ এর আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকতে হবে।
বিএনপির কেউ রাতের অন্ধকারে আগামী নির্বাচনের আসন ভাগাভাগি করছে কি না তা নিয়ে সংশয় জানান তিনি।
জনগণের আস্থা অর্জনে নেতাদের আন্তরিকতার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন গয়েশ্বর রায়।