নির্দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পক্ষে মতামত মাহবুব তালুকদারের

- আপডেট সময় : ০৮:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নির্দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পক্ষে মতামত দিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে পৃথক একটি কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে। আর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় গণতন্ত্র আছে লাইফ সাপোর্টে। এই সংকট নিরসনে সব দলের সমঝোতা অপরিহার্য বলেও জানান কমিশনার মাহবুব। রোববার নির্বাচন ভবনের নিজ দফতরে লিখিত বক্তব্যে এ প্রস্তাব দেন মাহবুব তালুকদার। তিনি বলেন, সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও ৫০ বছরেও নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা যায়নি। নির্বাচন প্রক্রিয়া সংস্কারের জন্য শুধু নয়, নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দলের স্বার্থ সংরক্ষণ করা আবশ্যক। এ আইন প্রণয়ন করলে তা সব দলের কাছে গ্রহণযোগ্য হওয়া বাঞ্ছনীয় বলেও জানান কমিশনার মাহবুব। মাহবুব তালুকদার আরও বলেন, একপক্ষীয় আইন কেবল একদলীয় শাসনের পথ উন্মুক্ত করে। বিষয়টির যত তাড়াতাড়ি ফয়সালা হয় ততই মঙ্গল। নইলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা আছে।