নিরাপদ প্রজনন নিশ্চিতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৮২৪ বার পড়া হয়েছে
নিরাপদ প্রজনন নিশ্চিতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। এসময় ইলিশসহ সব রকম মাছ ধরা, পরিবহন, বিক্রি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায়, বিপাকে ভোলার দুই লক্ষাধিক জেলে। যদিও মৎস্য বিভাগ জানিয়েছে, যত দ্রুত সম্ভব নিবন্ধিত জেলেদের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময় সরকার জেলেদের জন্য যে চাল বরাদ্দ দেয় তা সবাই পায় না।

 
																			 
																		










