নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের অযথা হয়রানি বন্ধের দাবি বিহা’র নেতৃবৃন্দের
																
								
							
                                - আপডেট সময় : ১১:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
 - / ১৭৩৭ বার পড়া হয়েছে
 
দেশের তারকা মানের হোটেলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের অযথা হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন-বিহার নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা তারকা মানের হোটেল শিল্পকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেন। বিকেলে গুলশানের একটি হোটেলে বিহার মতবিনিময় সভায় সেবার মান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মালিক প্রতিনিধিরা। তারা সহজ শর্তে পণ্য আমদানি ও ব্যাংক কার্ডের ট্রানজেকশনের কমিশন কমানোর দাবি জানান।
দেশের মোট জিডিপির শতকরা ৪.৪ শতাংশ আসলেও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা, সঠিক পরিকল্পনার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না দেশের পর্যটন শিল্প।
এমন পরিস্থিতিতে স্টার মানের হোটেল শিল্পকে এগিয়ে নিতে ও পর্যটনবান্ধব করতে রাজধানীর গুলশানের একটি হোটেলে মতবিনিময় বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন–বিহা।
এসময় ব্যাংক এমএস কার্ডের ট্রানজেকশনের কমিশন কমানোর দাবি জানান তারা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কলকারখানা অধিদপ্তরের হয়রানি বন্ধসহ সহজ শর্তে পণ্য আমদানির মাধ্যমে স্টার মানের হোটেল শিল্পকে এগিয়ে নিতে হবে বলে মত দেন বিহা’র নেতৃবৃন্দ।
সরকারের সহযোগীতা পেলে দেশের সার্বিক উন্নয়নে স্টার মানের হোটেল বিশেষ ভুমিকা রাখবে বলে মত দেন বিহার চেয়ারম্যান এইচ এম হাকিম আলী।
																			
																		














