নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৪, তীব্র উত্তেজনা

- আপডেট সময় : ০১:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের নির্বিচার গুলিতে রাজ্যের স্থানীয় জাতিগোষ্ঠীর অন্তত ১৪ জন ও নিরাপত্তা বাহিনীর ১ সদস্য নিহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনীর দাবি, ভুলক্রমে তাদের গুলিতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার সকালে ঘটলেও তা প্রকাশ পায় গতকাল। এ ঘটনার পর নাগাল্যান্ডে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে সাড়ে ৩শ’ কিলোমিটার উত্তরে অরুণাচল প্রদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী মোন জেলায় এ ঘটনা ঘটে।এই ঘটনার জেরে নিরাপত্তা বাহিনীর অন্তত তিনটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, সাধারণ মানুষের প্রাণহানির পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপর সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করেছে প্রশাসন। ঘটনার গুজব ছড়ানো এড়াতে মোন জেলায় মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দেয়া হয়েছে।