নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবী মানলে সংবিধান লঙ্ঘিত হবে : কাদের

- আপডেট সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের নিয়ে বিএনপি দাবী মানতে হলে সংবিধান লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানান তিনি। অন্যদিকে, চট্টগ্রামে মাহবুব উল আলম হানিফ বলেছেন, পেট্রোল-সন্ত্রাসের জন্য জাতির কাছে বিএনপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত। এলজিআরডি মন্ত্রী মন্তব্য করেছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
সকালে তাঁর বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র পরিচয়ের আড়ালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। বিএনপি উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নিরপেক্ষ সরকারের পক্ষে আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে।
চট্টগ্রামে আওয়ামী লীগের এক স্মরণ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, তারেক রহমানের সন্ত্রাসের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির উদারপন্থী নেতারা জিম্মি হয়ে পড়েছে।
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী বার্ডে দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বার্ডের ৫৪ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, যাদের গণতন্ত্রে বিশ্বাস নেই তারাই নির্বাচনকে গুরুত্ব দেয় না ।
জামালপুরের সরিষাবাড়িতে পঞ্চাশীতে দুপুরে শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এসময় তিনি বলেন, বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র প্রতিরোধ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।