নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নূর হোসেন হত্যা রহস্য উদঘাটন করতে হবেঃ জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নূর হোসেন হত্যা রহস্য উদ্ঘাটন করতে হবে।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রয়াত নূর হোসেনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে জি এম কাদের আরও বলেন, তার বুকে-পিঠে লেখা শ্লোগান আজও দিতে হচ্ছে। নূর হোসেন হত্যার বিচারও দাবি করেন তিনি। এছাড়া, তেলের দাম বাড়ানোকে গণবিরোধী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।