নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত আছে

- আপডেট সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নিন্মচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত আছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। উপকূলীয় এলাকায় তিন দিনেও দেখা মেলেনি সূর্যের। কিছুটা গতি বেড়েছে বাতাসের।
গতকাল সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ও কোন কোন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে সকাল পর্যন্ত ২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এতে ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। নিম্নচাপটি গতকাল সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৫০৫ কিলামিটার দক্ষিণপশ্চিম অবস্থান করেছিলো। উপকূলীয় এলাকা দিয়ে ৪০ থেকে ৫০ কিলামিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকা করেছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।