নিন্মআয়ের মানুষের নাগালের বাইরে তরমুজ
- আপডেট সময় : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কয়েক বছর ধরে পিসের বদলে কেজিতে বিক্রি করে বেশী মুনাফা আদায় করছে তরমুজ ব্যবসায়ীরা। এই পন্থা অধিক মুনাফা আদায়ের কৌশল বলে উল্লেখ করেন ক্রেতারা। এভাবে বিক্রি করায় মধ্যম ও নিন্মআয়ের মানুষের প্রায় নাগালের বাইরে চলে গেছে তরমুজ কেনা। তাদের দাবি কেজি দরে বিক্রি বন্ধ করতে হবে।
রাজধানীর কারওয়ান বাজারে তরমুজ বেচাকেনা নিয়ে তর্ক-বিতর্ক ক্রেতা- বিক্রেতার। ভোক্তাদের অভিযোগ মৌসুমী—পানীয় জাতীয় প্রাকৃতিক এই ফল অধিক চড়াও দাম হাতিয়ে নিতে কেজিতে বিক্রি করা হচ্ছে।
কৃষক কাছ থেকে ১০ কেজি ওজনের ১শ’ তরমুজ ১৫ থেকে ২০ হাজার টাকায় কেনা হলে রাজধানীতে এসে হয়ে যায় কয়েকগুণ বেশী।
কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীরা তরমুজ কেজি প্রতি বিক্রি করে ৫০ থেকে ৬০ টাকায়। আর খুচরা ব্যবসায়ীরা অধিক মূল্যের জন্য দায়ী করেন আরতৎদারকে।
শুধু কারওয়ান বাজারই নয়, রাজধানীর বিভিন্ন বাজারে ও ফুটপাতে কেজিতে বিক্রি করে পকেট কাটছে ভোক্তাদের।এখন তারা আগের নিয়মে পিস হিসেবে কিনতে চান ক্রেতারা।
তরমুজের অধীক দামের জন্য রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীরাও অভিযোগের তীরও ছোড়েন আড়ৎদারদার দিকে।
সরাসরি কৃষক পর্যায়ে কেনার পরও বেশী দাম হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে তারা।
মৌসুমের শুরু থেকেই দেশের বাজারে তরমুজের দাম অনেক চড়া। তবে, রমজান আর বৈশাখের খরতাপে সবুজ তরমুজেও লেগেছে আগুন। সে সঙ্গে প্রতিদিনই বাড়ছে তরমুজের দাম। এতে ক্ষিপ্ত সাধারণ ক্রেতারা।
























