নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে অস্থির বাজার

- আপডেট সময় : ০২:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চাল,ডাল,তেল, চিনি পেঁয়াজসহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে অস্থির বাজার। একই সংগে পাল্লা দিয়ে বেড়েছে শাক-সবজির দামও। অথচ বাজারে কোন পণ্যেরই ঘাটতি নেই। নতুন করে আটা-ময়দার পাশাপাশি দফায় দফায় বেড়েছে সবরকম মুরগির দাম। গরু-খাসির মাংসের দাম নির্ধারিত থাকলেও ধরা ছোঁয়ার বাইরে দেশি মাছ। ভূক্তভোগি ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং না থাকায় নিয়ন্ত্রণ করা যচ্ছে না দ্রব্যমূল্য।এমন অবস্থায় সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
আমদানিতে শুল্ক কমানোর খবরে কমেছে পেঁয়াজের দাম। কেজিতে দাম কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা। ক্ন্তি নতুন করে দাম বেড়েছে ব্রয়লার মুরগীর।সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা।কয়েকদিন চাল ও আলুর দাম স্বাভাবিক থাকলেও আটা, ময়দা, চিনি, ভোজ্যতেলসহ বেশরিভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।দিন দিন খাদ্য পণ্যের দামের উর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে সাধারণ ভোক্তারা।
বাজারে সব ধরনের সবজির সরবরাহ থাকলেও ৫০-৭০ থেকে আশি টাকার কমে মিলছেনা কোনো সবজি।এদিকে গরু ও খাসির মাংসের পাশাপাশি মাছের দামও বেড়েছে ।দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জরুরী বলে মনে করেন সাধারণ মানুষ।