নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে নেই কোন সুখবর

- আপডেট সময় : ০৮:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে নেই কোন সুখবর। ন্যূনতম ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। সেই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রশুন, আদা। চাল, আটা, ময়দা উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও ডাল ও আলু কিনতে গুণতে হচ্ছে বাড়তি অর্থ। দেশী মাছের পাশাপাশি অস্বাভাবিক দাম ইলিশের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান ক্রেতাদের।
এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সবজির দাম কেজিতে বেড়েছে ১০থেকে ২০ টাকা। ৬০ টাকায় মধ্যে এখন শুধু পেঁপে, পটল আর ঢেঁড়শ মিলছে। অন্যান্য সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
আলুর কেজি ৪৫ টাকা, লম্বা বেগুন ৮০, গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আর ফুলকপি বাঁধাকপির পিস ৫০-৬০ টাকা।
মরিচ ও রসুনের দাম কিছুটা কমলেও ঝাঁজ কমেনি পেঁয়াজের। দেশি পেঁয়াজের কেজি ৯০ থেকে ৯৫ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি ৭০ টাকা।
খুচরা পর্যায়ে মসুরের ডালের কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অপরিবর্তিত চাল-ডাল, আটা-ময়দার দাম।
গরু, খাসি মাংস আগের দামে থাকলেও বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার ১৯০, সোনালী ৩২০ থেকে ৩৩০ টাকা, আর দেশি মুরগির কেজি ৫২০ টাকা।
এছাড়া ইলিশের দাম কিছুটা কমে আকার ভেদে বিক্রি হচ্ছে ১০০০-১৬০০ টাকা কেজি দরে। ৪০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ৬০০ টাকায়।
বাজারে স্বস্তি ফেরাতে প্রশাসনের ধারাবাহিক নজরদারির দাবি জানান ক্রেতারা।