নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ওষুধ দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ফেনীতে পূর্ব ঘোষণা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ওষুধ দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান।
সকাল থেকে শহর জুড়ে চলছে সেনা সদস্যদের টহল। ফলে লোক সমাগম কম দেখা গেছে। সেনা বাহিনীর সাথে মাঠে আছে নির্বাহী ম্যাজিট্রেটের টইল। করোনা আতঙ্কে প্রশাসনের কঠোর হুঁশিয়ারির পর বন্ধ হয়ে গেছে ইজিবাইকসহ ছোট যানচলাচল। কমেছে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক দিয়ে দুরপাল্লার ভারী যান চলাচল। পাশাপাশি মার্কেটসহ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলার উপজেলা শহরগুলোতেও বন্ধ রয়েছে দোকানপাট। সীমিত করা হয়েছে যানবহন চলাচল।