নিত্যপণ্যের কেনাকাটায় সামাজিক দুরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা মানছেন না অনেকেই

- আপডেট সময় : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা সতর্কতায় রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। শহরের কোথাও নেই চিরচেনা যানজট। ব্যস্ত মোড়ে মানুষের জটলাও নেই। তবে কয়েকদিনের তুলনায় সড়কে ব্যক্তিগত যানবাহন কিছুটা বেড়েছে। এদিকে, সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপণ্যের দোকান ও বাজার খোলা রেখে কেনাকাটার সময় সামাজিক দুরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা মানছেন না অনেকেই। দেশে করোনা সংক্রমনের ঝুঁকি না কমায় এই বিষয়ে এখনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি খারাপ হবার আশংকা সচেতন মানুষের।
ভয়ংকর করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় রাজধানীতে এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে অফিস আদালতসহ গণপরিবহন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও সুপার মার্কেটগুলো। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা বাহিনীর তৎপরতায় রাজধানীর সড়ক ও অলি গলি নিরব, নিস্তব্ধ।
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোরতায় প্রথম ৩/৪ দিন সাধারণ মানুষ এসব নির্দেশনা মেনে চললেও সোমবার সকাল থেকে সড়কে যানবাহনের উপস্থিতি কিছুটা বাড়ে।
সাধারণ মানুষের নিত্যেপণ্যের যোগানে কাঁচা বাজার, মুদি দোকান, জরুরি প্রয়োজনের প্রতিষ্ঠান ও ফার্মেসিগুলো খোলা রাখা হয়। এসময় কেনাকাটার প্রয়োজনে ঘরের বাইরে আসা মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বেশকিছু সচেতনতামূলক নির্দেশনাও দেয়া হয়।
তবে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, বাজারে আসা ক্রেতারা ভীড়ের মধ্যেই কেনাকাটায় ব্যস্ত। বিক্রেতারাও বসে আছেন গাদাগাদি করে। যদিও সরকারের নির্দেশনার বিষয়টি জানেন সবাই।
একই দৃশ্য দেখা যায়, ন্যায্য মূল্যে বিক্রি করা টিসিবির নিত্যপণ্যের ট্রাকের সামনে। এখানেও দীর্ঘ সারিতে গাদাগাদি করে অপেক্ষায় নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতির জন্য ক্রেতা ও বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ।
অথচ, সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর সবশেষ সংবাদ সম্মেলনেও দেশ এখনো করোনার ঝুঁকিতে আছে জানিয়ে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়।