নিটল মোটরস নিয়ে এলো টাটা এলপিটি স্লিপার কেবিন গাড়ি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
দেশে পরিবহণ খাতে গ্রাহকদের চাহিদা মেটাতে নিটল মটরস নিয়ে এলো টাটা এলপিটি স্লিপার কেবিন গাড়ি।
সকালে রাজধানীর মহাখালীতে টাটা ও নিটল মটরস-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কেবিন গাড়ির উদ্বোধন করেন-নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। এসময় আয়োজকরা জানানা, বহুদিন ধরেই গ্রাহকদের চাহিদার অংশ ছিল নতুন মডেলের এলপিটি ১২১২ স্লিপার কেবিন গাড়িটির। জানান, আকর্শণীয় স্কিম ও সহজ কিস্তিতে ক্রেতারা গাড়িটি শো-রুম থেকে সংগ্রহ করতে পারবে। এসময় নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, এই গাড়ির গ্রাহকরা প্রতি গাড়িতে ১লাখ টাকার পার্টস উপহার পাবেন। নিটল মটরস সব সময় দেশের পরিবহন ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও জানান তিনি।


























