নিটল মটরস লিমিটেডের লালমনিরহাট শাখার উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নিটল মটরস লিমিটেডের লালমনিরহাট শাখার উদ্বোধন করা হয়েছে।
দুপুরে শহরের হাড়িভাঙ্গা এলাকায় লালমনিরহাট শাখার উদ্বোধন করেন নিটল মটরস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ তানবীর শহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাটা মটরস বাংলাদেশের কান্ট্রি হেড বেধে প্রকাশ মুখিয়া, এরিয়া ম্যানেজার শুবজিত সোম, নিটল মটরস লিমিটেডের প্রোডাক্ট প্রেসিডেন্ট এনায়েত হোসেন বিপ্লব, নর্থবেঙ্গল-১ এরিয়া প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান এবং লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুসহ অন্যন্য ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এসময় মটরস কোম্পানীটির লালমনিরহাট শাখা ব্যবসায়ী সফল ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন ব্যবাসয়ীরা।