নিটল মটরস এবং টাটা মটরস নিয়ে এসেছে ‘টাটা এলপিটি-৪০৭’ পিকআপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৮৮৬ বার পড়া হয়েছে
নিটল মটরস এবং টাটা মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে টাটা এলপিটি-৪০৭ পিকআপ আপ্লিকেশন ভেহিক্যালস।
দুপুরে, রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টাটা এলপিটি-৪০৭ পিকআপের উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। এসময় তিনি বলেন, এতে উন্নতমানের মেড-ইন-বাংলাদেশ লোড বডি তৈরি করা হয়েছে। যা গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করবে।এছাড়া, পাঁচ ধরনের লোড বডি সম্বলিত মাল্টিপারপাস পিকআপটি রকমারি পন্য পরিবহনের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিটল-নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমাদ, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমাদ,ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট অনুরাগ মেহরোত্রা, নিটল মটরসের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদসহ আরও অনেকে।






















