নিজ নিজ লিগে রাতে মাঠে নামছেন মেসি ও রোনালদো
- আপডেট সময় : ০৮:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নিজ নিজ লিগে রাতে মাঠে নামছেন মেসি ও রোনালদো। স্প্যানিশ লা লিগায় বাংলাদেশ সময় রাত ৩টায় ভায়াদোলিদের আতিথ্য নেবে বার্সেলোনা। একই সময়ে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ বিলবাও। এর আগে, রাত পৌনে ২টায় ইতালিয়ান লিগে ফিওরেন্তিনার মুখোমুখি হবে জুভেন্টাস।
চলতি মৌসুমে ১৭ ম্যাচে ৯ গোল করেছেন লিওনেল মেসি। লিগে মেসির মতোই ভালো নেই তার ক্লাব বার্সেলোনা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় গত আসরের রানার্স-আপরা। হতাশা ভুলে ছন্দে ফিরতে চান মেসি। সেই সাথে জয়ের ধারায় ফিরতে চায় কাতালান ক্লাবটিও। বার্সার মতো সিরি-আতে একই অবস্থা জুভেন্টাসের। এসি মিলান আর ইন্টারের দাপটে পয়েন্ট টেবিলের তিনে তুরিনোর ওল্ড লেডিরা। তবে, পয়েন্টের পার্থক্যটা কম। টেবিলের নিচের সারির ফিওরেন্তিনাকে হারাতে পারলে আন্দ্রে পিরেলোর দলের সুযোগ থাকছে এক ম্যাচ বেশি খেলে ইন্টারকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে ওঠার।



















