নিজে গোল না পেলেও সতীর্থদের তিনটি গোলে অবদান রাখলেন লিওনেল মেসি

- আপডেট সময় : ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নিজে গোল না পেলেও সতীর্থদের তিনটি গোলে অবদান রাখলেন লিওনেল মেসি। দুই দফা পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে রিয়াল বেতিসকে হারাল বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে ৩-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছে কিকে সেতিয়েনের দল। খেলায় প্রথমেই এগিয়ে যায় বেতিস। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নবম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে বুক দিয়ে নামিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফ্রেংকি ডি ইয়ং। ডি-বক্সের বাইরে থেকে নাবিল ফেকিরের নিখুঁত কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে বেতিসকে ফের এগিয়ে নেন ২৬ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। এরপর মেসির ক্রসে লংলের হেড জাল খুঁজে পেলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সেলোনা। মেসিও পূরণ করেন ‘অ্যাসিস্টের’ হ্যাটট্রিক। ৭৬তম মিনিটে বেতিসের ফেকির ও তিন মিনিট পর বার্সেলোনার লংলে দ্বিতীয় হলুদ কার্ড পেলে দুটি দলই পরিণত হয় ১০ জনের দলে।