নিজের অপকর্ম ঢাকতে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য কিরণের উকিল নোটিশ

- আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গত ১১ অক্টোবর নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের বিরুদ্ধে এক বিধবার স্বামীর কবর দখলের অভিযোগ শিরোনামে এসএটিভিতে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন এমপির পক্ষে তার আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার। এসএ টিভির প্রতিবেদক, প্রধান বার্তা সম্পাদকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে দু’দফা উকিল নোটিশ পাঠানো হয়। এদিকে এমপি নিজের অপকর্ম ঢাকতে নানা কৌশল গ্রহণ করে তার পক্ষে সাফাই গাইতে গ্লোবাল টিভি ও অনলাইন প্রাইম টিভি বাংলায় এসএ গ্রুপ অব কোম্পানিজকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচার করে।
নোয়াখালী তিন আসনের এমপি মামুনুর রশীদ কিরণ। সম্প্রতি তাঁর অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন প্রচার হয় এসএ টেলিভিশনে।
সরজমিনে অনুসন্ধান করে এবং ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নিউজগুলো প্রচার করা হয় ।প্রচারিত প্রতিবেদনটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন এমপি মামুনুর রশিদ কিরণ। এডভোকেট হারুনুর রশিদ হাওলাদারের পাঠানো নোটিশে বলা হয়, প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। তবে প্রচারিত নিউজের আরেক অংশে ভুক্তভোগি সিরাজ মেম্বারের ছেলেদের জমি দখলের বিষয়ে এরিয়ে গেছেন এমপি কিরণ।
অনুসন্ধানে জানা যায়, বেগমগঞ্জে যারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে তাদের অধিকাংশই তার মদদপুষ্ট।
অনেককে আবার পুলিশি হয়রানি থেকে বাঁচাতে তার কোম্পানিতে নামমাত্র চাকরি দিয়ে আইডি কার্ড দেয়া হয়। সম্প্রতি বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনার অন্যতম আসামি একলাশপুরের আব্দুর রহিম। এমপি মামুনুর রশীদ কিরণের ফ্যাক্টরির কর্মচারী। অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য, হাতে এসেছে তার আইডি কার্ড যেখানে স্পষ্ট উল্লেখ আছে এমপি মামুনুর রশীদ কিরণের প্রতিষ্ঠান গ্লোবাল গ্রুপের একজন কর্মচারী।
এমন তথ্যবহুল এবং ভূক্তভোগিদের অভিযোগের প্রেক্ষিতে নিউজ প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ হন এমপি মামুনুর রশীদ কিরণ। এসএ টিভির প্রতিবেদক ও প্রধান বার্তা সম্পাদকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে দু’দফা উকিল নোটিশ পাঠান। যেখানে সাত দিনের মধ্যে উকিল নোটিশ এর জবাব না দিলে মামলা করারও হুমকি দেয়া হয়।
শুধু উকিল নোটিশ দিয়েই ক্ষান্ত হননি। এমপি নিজের অপকর্ম ঢাকতে নানা কৌশল গ্রহন করে তার পক্ষে সাফাই গাইতে গ্লোবাল টিভি ও অনলাইন প্রাইম টিভি বাংলায় এসএ গ্রুপ অব কোম্পনীজকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করে।
এদিকে গত ২১ অক্টোবর পরিচয় গোপন করে তিনজন নামধারী সাংবাদিক আসে এসএ টেলিভিশন অফিসে। তাদেরকে রিসিভসনে বসতে বললে, নিরাপত্তাপ্রহরির চোখ ফাঁকিদিয়ে নিউজরুমে প্রবেশ করে, ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেখে তাদের পরিচয় জানতে চাওয়া হলে, প্রথমে দুজন পালিয়ে যায়।এর পর রিপোর্টার পরিচয় দেয়া এই ব্যাক্তিরে আসার কারন জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।