নিজেকে ফিট রাখতে বাসায় নিয়মিত অনুশীলন করেছেন মেসি

- আপডেট সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে ঘরে থাকার সময়টা কঠিন হলেও নিজেকে ফিট রাখতে বাসায় নিয়মিত অনুশীলন করেছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।
স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দিপার্তিভো ও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি।
করোনার প্রভাব কিছুটা কমায় লকডাউন শিথিল করছে স্প্যানিশ সরকার। ফুটবল লিগ মাঠে ফেরার আভাস মিলেছে। আগামী ১২ জুন থেকে শুরু হতে পারে লা লিগা। অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে খেলোয়াড়দের। আর তাতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন মেসি।
সাক্ষাৎকারে তিনি বলেন, এই দিনগুলোতে আমি বাড়িতে অনুশীলন করেছি, মনে হয় এটা আমার শারীরিক গড়ন ধরে রাখতে সাহায্য করেছে। তবে গৃহবন্দী সময়গুলো খুবই কঠিন ছিল। অবশ্য বাচ্চাদের ও আন্তোনেলার সঙ্গে সময়গুলো একসঙ্গে উপভোগের চেষ্টা করেছি। গৃহবন্দী জীবনে ইতিবাচক কিছুও দেখছেন বার্সা অধিনায়ক মেসি। প্রত্যাশা করছেন, এ বিরতি ভালো কিছু বয়ে আনতে পারে। দেখা যাক, যদি আবার খেলা শুরু হয়, তখন আমাদের সন্দেহটা দূর হবে।
বর্তমানে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন মেসিরা। খুব শিগগিরই শুরু হবে দলীয় অনুশীলন। এরপর হবে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল। রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, আমরা সবাই জানি দর্শকহীন ফাঁকা স্টেডিয়ামে খেলাটা অদ্ভুত হবে।