নিজদের তৈরি স্যানিটাইজেশন দিয়ে সচেতন কার্যক্রম চালিয়েছে নৌ পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নিজদের তৈরি স্যানিটাইজেশন দিয়ে সচেতন কার্যক্রম চালিয়েছে নৌ পুলিশ।
দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকার সড়কে যানবাহন ও যাত্রীদের স্প্রে’র মাধ্যমে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান নৌ পলিশের উপ-মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম। বাজারে করোনা প্রতিরোধে স্যানিটাইজেশনে সংকট দেখা দিতে পারে-এমন আশঙ্কা থেকে ডেটল ও ব্লিচিং পাউডারের সমন্বয়ে স্যানিটাইজার তৈরি করে করোনা প্রতিরোধের কথাও জানান তিনি। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানান আতিকুল ইসলাম। এছাড়া নৌ পুলিশের ৮ টি আঞ্চলে এই স্যানিটাইজার পাঠানো হয়েছে। পাশপাশি করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান নৌ পুলিশের এই কর্মকর্তা।