নিখোঁজের একদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর শামীম খান নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হন শামীম খান। এরপর থেকে সে আর বাড়ী ফিরে আসেনি। মঙ্গলবার রাতে এলাকাবাসী ওই স্থানে শামীমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।পুলিশ ধারণা দূর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শামীমকে হত্যা করে ফেলে রেখে রিক্সা নিয়ে পালিয়ে গেছে। নিহত রিক্সা চালক শামীম খান গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আজম খানের ছেলে।