নিখোঁজের ৮ দিন পর সিরাজগঞ্জে অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে অটোরিকশার চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৮ দিন পর তার সন্ধান পাওয়া যায়।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে মেহেদী হাসান নামে ওই অটোরিকশা চালক নিখোঁজ ছিল। বৃহস্পতিবার নতুন ফুলবাড়ি চরে একটি কদমগাছের বাগানে গলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৭/৮ দিন আগেই তাকে হত্যা করে পরিত্যক্ত ওই বাগানে ফেলে রাখা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
















