নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরলেন কালকিনি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরলেন মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ।
রবিবার ভোরে নিজ বাড়িতে ফেরেন তিনি। শনিবার রাতে মসিউরকে পুলিশের গাড়িতে তুলে নেয়ার অভিযোগে থানা ঘেরাও করে প্রতিবাদ করে তার সমর্থকেরা। পরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় অন্তত ৫০ জন। ভাংচুর করা হয় বেশকিছু দোকানপাট। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ভুমিকা ছিল রহস্যজনক। মেয়রপ্রার্থী সবুজকে তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করে পুলিশ

















