নিখোঁজের একদিন পর চা বাগান থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
 - / ১৫৭০ বার পড়া হয়েছে
 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর চা বাগান থেকে স্বাক্ষর দেব নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উত্তর ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে।
শনিবার বিকালে সে নিখোঁজ হওয়ার পর সকালে তার মরদেহ শহরতলির লাখাইছড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বাক্ষর দেব এ স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল থানায় নিখোঁজের একটি সাধরণ ডায়রি করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই ভিত্তিতে পুলিশ তাকে সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশন থেকে স্বাক্ষরের মরদেহ উদ্ধার করে।
																			
																		














