নিউ মার্কেট এলাকার পরিস্থিতি থমথমে
- আপডেট সময় : ০৩:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
ব্যবসায়ী-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে। সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে চার দফা দাবি জানিয়েছে।
ঘটনার তৃতীয় দিনে এসেও সংঘর্ষের জেরে সকাল থেকে পুরো এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে। ব্যবসায়ী ও কর্মচারীরা বন্ধ মার্কেটের সামনে ভিড় করছেন। পুরো এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।সাদা পোশাকে অবস্থান নিয়েছে ডিবি পুলিশ। ব্যবসায়ীদের সরিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন সঙ্গবদ্ধ হয়ে কিছু করতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে পুলিশ। এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সাত কলেজের ডাকা মানববন্ধন কর্মসূচি বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়। নিউমার্কেটসহ আশপাশের দোকানপাট খোলা নিয়ে দুপুর দুইটায় সমিতি অফিসে প্রেস ব্রিফিং করার কথা জানানো হয়েছে। সকালের দিকে ঢাকা মিরপুর সড়কসহ নিউমার্কেট এলাকা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।










