নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-ছাত্রদের সংঘর্ষে এসএটিভির ২ সাংবাদিকসহ আহত অর্ধশত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যাবসায়ীদের সংঘর্ষে এসএটিভির স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন, সিনিয়র ক্যামেরাম্যান কবির হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদকর্মী আহত হয়েছে।
সকালে সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ব্যবসায়ীদের হাতে তারা আহত হন। এ সময় নিউ মার্কেট ব্যবসায়ীদের মারধরে সিনিয়র ক্যামেরাম্যান কবির হোসেন গুরুতর আহত হয়। ভাংচুর করা হয় তার ক্যামেরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ইন্ডিপেন্ডেট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আসিফ সুমিত এবং তার ক্যামেরাম্যান আহত হয়। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।



















