নিউজিল্যান্ডে আজ থেকে বন্দি জীবনের অবসান হলো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডে আজ থেকে বন্দি জীবনের অবসান হলো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। শেষ করোনা পরীক্ষায় দলের সবাই নেগেটিভ হওয়ায় আজ থেকে অনুশীলন শুরু টাইগারদের।
লিংকন ইউনিভার্সিটি গ্রাউন্ডে প্রথম দিনের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। সেখানে জিম করার সুযোগও রয়েছে মুমিনুল বাহিনীর জন্য। এর আগে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ আসায় প্রায় ১০ দিন হোটেল রুমেই আবদ্ধ ছিলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১ জানুয়ারি প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে। সিরিজ শুরুর আগের দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডে অতীত পরিসংখ্যান ভালো না হলেও, এই সফরে ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ।