নিউইয়র্কের আ’লীগের আচরণই প্রমান করে তারা টেরোরিস্ট দল : হুমায়ুন কবির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৬৯১ বার পড়া হয়েছে
অচিরেই দেশে ফিরবেন তারেক রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। তাই বিএনপি নির্বাচন নিয়ে কোন শঙ্কা দেখছেনা। প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বলেন, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগের উগ্র আচরণই প্রমান করে তারা একটি টেরোরিস্ট দল। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি বিশ্বদরবারে কলঙ্কিত হয়েছে। এসময় হুমায়ুন কবিরের বক্তব্য চলার সময় এনসিপি নেতাকর্মীদের স্লোগান দিতে সাংবাদিকরা অনুরোধ করলেও তারা অসদাচরণ করেন।





















