নাসিক নির্বাচনে আইভী ও তৈমুরসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রিটার্নিং অফিসার জানান, প্রার্থীদের দেয়া সব তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক ও আয়কর বিভাগের প্রতিনিধিদের অনাপত্তি সাপেক্ষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও ভোটার তালিকায় গরমিল পাওয়ায় এডভোকেট সুলতান মাহমুদ এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলরসহ আরো অনেকের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তবে, বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন বলে জানান তিনি।