নাসিক, টাঙ্গাইল-৭ আসন ও পাঁচ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে : ইসি সচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন. টাঙ্গাইল-৭ আসন ও পাঁচ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, সব নির্বাচনী এলাকায় ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইভিএম ভোট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। সংসদের টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এছাড়া, পাঁচটি পৌরসভায় প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন ইসি সচিব।