নারী বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
নারী বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে ৭ রানে হেরেছে নিগার সুলতানার দল। নিউজিল্যান্ডের লিঙ্কন গ্রিনে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান।
ফারিহা-রিতু মনিদের বোলিং তোপে শুরুটা ভালো না হলেও মিডলঅর্ডার দৃঢ়তায় চ্যালেঞ্জিং পুঁজি পায় তারা। ইনিংস সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত ছিলেন আলীয়া রিয়াজ। ৪৪ রান করেন জাবেরিয়া খান। তিনটি করে উইকেট নেন ফারিহা ও রিতু মনি। জবাবে বৃষ্টির বাধায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২০২ রানের। যে লক্ষ্যে ফারজানা হকের ৭১ রানে, সম্ভাবনা জাগিয়েও জয় পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯৪ রানে অলআউট হয় টাইগ্রেসরা। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।










