নারী-প্রধান পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
১ হাজার নারী-প্রধান পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটি।
দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব চত্ত্বরে রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আজগর আলীর সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। দু’দিন ব্যাপী এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ৪ হাজার ৫শ’ টাকা করে সর্বমোট ৪৫ লাখ টাকা দেয়া হয়। প্রথম দিন ৫৫০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দ্বিতীয় দিনে আরো ৪৫০ পরিবারের মাঝে সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হবে।