নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সচেতন হবার আহবান

- আপডেট সময় : ০১:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সচেতন হবার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী শিক্ষিত ও স্বাবলম্বী হলে, সমাজ ও দেশ এগোবে আর অর্ধেক জনগোষ্ঠী অকেজো রাখলে, পিছিয়ে পড়তে হবে। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতন হবার তাগিদ দিয়েছেন তিনি।
বিশ্বব্যাপী অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠার ইতিহাস মেধা আর শ্রম আন্দোলনের। তবুও কাংখিত লক্ষ্যের নাগাল পেতে নারীর পথ বহুদূর। বৈষম্য, অবহেলা অথবা কৌশলগত কারণে, নারীর অবস্থান শতভাগ সমান হয়নি পুরুষের সঙ্গে। এমন বাস্তবতায় ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ওসমানী স্মৃতি মিলনায়তনে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এ আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও সমাজ সংস্কারে সফল ৫ নারীর হাতে তুলে দেন নারী দিবসের সম্মাননা ‘জয়িতা পদক ২০২০’। রাজনীতি কিংবা অর্থনীতির মুলধারায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী ।
সমাজ ও দেশের স্বার্থে নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হবার তাগিদ দেন তিনি। নারীদের ঘরের কোনে বসে না থেকে অধিকার আদায়ে সক্ষমতা অর্জনের আহবান জানান প্রধানমন্ত্রী। আতংকিত না হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতন হবার আহবান জানান শেখ হাসিনা।