নারী নির্যাতনের ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে নাঃ আইজি

- আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সিলেট-নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, প্রত্যেক ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার বেলা ১২টায় হেলিকাপ্টার যোগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আসেন পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের ১৫ আগষ্টে নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারই শেষ নয়, দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেয়া হবে।তিনি আরো বলেন, বাংলাদেশের আইনে এ ধরনের অপরাধীদের কি হবে, সেটি নির্ধারিত রয়েছে।পুলিশ প্রধান ড. বেনজীরআহমেদ জানান , দেশের মানুষ রাজনৈতিক অধিকার সম্পর্কে খুবই সচেতন।এ সময় আইজিপি’র সাথে ছিলেন পুলিশ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।