নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে কিছুটা হলেও মানসিক ভাবে এগিয়ে রয়েছে ভারত। কারণ গ্রুপের প্রথম ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলেন হারমানপ্রীতরা। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে অপরাজিত রেকর্ড ভারতের। যে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলেও, ফাইনালে ওঠে ভারত। এদিকে, টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের বদলা নিতে ফাইনালে প্রতিপক্ষ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় স্বাগতিকরা। টি-টুয়েন্টি বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া।