নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল আগামীকাল

- আপডেট সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কাল। মাঠে নামছে চার দল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই হেভিওয়েট ইংল্যান্ড ও ভারত।বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় সেমিতে দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
পুরো আসরে দাপট দেখাচ্ছে ভারত। এখনো হারের মুখ দেখেনি তারা। গ্রুপ পর্বের চার ম্যাচেই বড় জয় পেয়েছে ভারতীয় মেয়েরা। সেমিফাইনালে তাই আত্মবিশ্বাসের তুঙ্গে হারমানপ্রীতের দল। পুনম যাদবের লেগ স্পিন বাড়তি শক্তি টিম ইন্ডিয়ার। এছাড়া হারমানপ্রীত, দিপ্তীদের মতো অভিজ্ঞরা প্রস্তুত দলের দায়িত্ব নিতে। দু’দলের পরিসংখ্যানে অবশ্য ভারতের চেয়ে এগিয়ে ইংল্যান্ড। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে ইংলিশ মেয়েরা। যদিও পরিসংখ্যানকে ছাপিয়ে সেমির মঞ্চে জয়ের জন্যই মাঠে নামবে দু’দল। এদিকে, আসরে দু’দলের অবস্থান সমান হলেও, শেষ চারের দ্বিতীয় ম্যাচে–স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে অস্ট্রেলিয়া।