নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। শামীমা সুলতানার ব্যাট থেকে আসে ৪৮ রান। মুর্শিদা খাতুন করেন ১৬ রান। জবাবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ডের মেয়েরা। সালমা খাতুন নেন তিন উইকেট। দুইটি করে উইকেট নেন সানজিদা ও নাহিদা আক্তার। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ রাত ৯টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে মূল পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগ্রেসদের।