নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারিয়েছে বাংলাদেশ। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাঁচ রানের জয় পেয়েছে সালমা খাতুনের দল। বাংলাদেশের দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৬ রানে থামে পাকিস্তান নারী ক্রিকেট দলের ইনিংস।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সাত রানে দুই উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা অব্যাহত রাখেন মুরশিদা খাতুন। তার ৩৮ বলে ৪৩ রানের ইনিংসটি কাটা পড়ে রান আউটে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এরপর আর কেউই দ্রুত রান তুলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ফারজানা হক। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১১ রানের পূঁজি পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে জাহানারা আলম ও খাদিজাতুল কোবরার বোলিং তোপে ১০৬ রানে অলআউট হয় পাকিস্তান। জাহানারা ৪টি ও খাদিজা নেন তিন উইকেট। এদিকে, শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূলপর্বের লড়াই। উদ্বোধনী ম্যাচে খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত।