নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বর্জন কর্মসূচি পালন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সোলায়মানের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন কর্মসূচি পালন করছেন জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার জেলা জজ কোর্ট ও সিজিএম কোর্টে কোন বিচারক বসেননি। আইনজীবীরাও বিচারিক কার্যক্রমে অংশ নেননি। এ ছাড়া জেলার সব আদালতের কার্যক্রম থেকে বিরত রয়েছেন আইনজীবীরা। জানা গেছে, আদালত থেকে একটি মামলার নথি বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় বুধবার বিকেলে জেলা বারের এক আইনজীবীকে হ্যান্ডকাপ লাগিয়ে এজলাসে দাঁড় করিয়ে রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ মো. সোলায়মান। এ ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভসহ ওই আদালতের এজলাস ভাংচুর করেন। পরে ওই আইনজীবীকে ছেড়ে দেয়া হয়।