দেশের বিভিন্ন জেলায় বেগম রোকেয়া দিবস পালিত

- আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৬৭০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম, শেরপুর, গোপালগঞ্জ ও ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে দিনটি রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়।
রংপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বেগম রোকেয়া সরকারি কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।
রোকেয়া দিবসে কুড়িগ্রামে জেলা পর্যায়ের ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পান তারা।
শেরপুরেও জেলা প্রশাসন ও নাগরিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি শাহিদা সুলতানা।
ঝিনাইদহে অর্থনৈতিক, শিক্ষা, চাকরিসহ ১০টি ক্যাটাগরিতে ১০ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে।
মানিকগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ১০ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
ঢাকার ধামরাইয়েও পালিত হয়েছে দিবসটি। মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পরিষদ হল রুমে দিবসটি নিয়ে আলোচন সভা করে।