নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য আট বিশিষ্ট নারীকে সম্মাননা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য আট বিশিষ্ট নারীকে সম্মাননা দিয়েছে এসিআই। ঢাকার তেজগাঁয় এসিআই সেন্টারে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন- আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ড-২০২০ প্রদান করা হয়।
নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে এসিআই কনজ্যুমার লিমিটেড। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরসহ এসিআই’র উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক সফল নারী উপস্থিত ছিলেন। তারা বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে, যা ইতিবাচক।