নারীর অধিকার নিশ্চিত করা গেলেই মানবাধিকার নিশ্চিত হবে : ড. হোসেন জিল্লুর রহমান
- আপডেট সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
নারীর অধিকার নিশ্চিত করা গেলেই মানবাধিকার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। গুলশানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিডির এক অলোচনা সভায় তিনি আরো বলেন, ৫০ বছর আগের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেকাংশই নারী নিজেকে প্রতিষ্ঠা করেছে মূলধারায়। এসময় নারীর অগ্রযাত্রায় সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করে রাষ্ট্র সমাজ ও পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
বুধাবার রাজধানীর গুলশানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিডির আয়োজনে ব্রেক দ্যা বার্য়াস জেন্ডার ইকুয়েল ওর্য়াল্ড শীর্ষক এক আলোচনা সভা হয়।
সভায় বক্তারা বলেন, নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে গেলেও, বৈষম্য কমেনি। নারীর অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই নারী নেত্রী।
দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের নারীরা বিশ্ব দরবারে নিজেদের সক্ষমতার পরিচয় দিলেও দেশে নারীর ক্ষমতায়ন এখনো অবহেলিত বলে জানান আইসিডিডিআরের এই বিশেষজ্ঞ।
সাবেক তত্বাবধায়ক সরকার উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড.হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনৈতিক মুক্তিতে বাংলার নারীরা অনেকদূর এগিয়েছে। তাদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে দেশ আরো এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
নারী সমাজের বিকাশে সর্বস্তরের মানুষ সবসময় এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের।










