নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামনে রেখে পুরনো মামলায় গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করা হচ্ছে

- আপডেট সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামনে রেখে পুরনো মামলায় গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। এই নির্বাচনে অরাজকতার কোন সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার।
কাল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে জেলা পুলিশ লাইন্সে ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, এ পর্যন্ত কোন রকম সহিংসতার ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। পুলিশ-আনসার ছাড়াও, আর্মড পুলিশ, রেব ও বিজিবিও কাজ করবে। সেই সাথে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম থাকবে।
এবার মেয়র পদে ৭ প্রার্থীর ৫ জন দলীয় মনোনয়ন ও দুইজন স্বতন্ত্র। ২৭ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১৪৮ ও সংরক্ষিত ৯ টি ওয়ার্ডে ৩৪ জন নারী প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা করেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।
এখনো দলের নেতাকর্মীদেরকে হয়রানি ও গ্রেফতারের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এবার ভোটার সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৫৯ হাজার ৮৪৬ ও নারী ২ লক্ষ ৫৭ হাজার ৫১১ জন।