নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

- আপডেট সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার ১৯২টি গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন। সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে থাকবেন ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে, নির্বাচনে ইভিএমে কীভাবে ভোট দিতে হবে তা দেখাতে কয়েকটি কেন্দ্রে চলছে মক ভোটিং।
অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ৯ জন, জুডিশিয়াল ম্যাজিস্টেট ১৪ জন, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ২৭টি, প্রতি টিমে ৫ জন সদস্যসহ পুলিশের মোবাইল কোর্ট বসানো হবে ৬৪টি, একজন এএসআইসহ প্রতি কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হবে ৫ জন, কেন্দ্র প্রতি আনসার থাকবেন ১২ জন। ৫ ইভিএম কেন্দ্রের জন্য ১টি করে মোট-৪৮ টি টেকনিক্যাল টিম এবং পুরো নির্বাচনী এলাকায় উচ্চ পর্যায়ের টেকনিক্যাল টিম থাকবে ৫টি।
ভোটারদের ইভিএম সম্পর্কে জানাতে এবং অভ্যস্ত করাতে শুক্রবার সকাল ১০টা থেকে চলছে মক ভোট। মক ভোটিংয়ের মাধ্যমে ভোটারদের সচেতন করার পাশাপাশি ইভিএমে কোথাও কোনো ত্রুটি হচ্ছে কি না সেদিকও দেখা হচ্ছে। যদিও ভোটারদের সাড়া এখন পর্যন্ত কম। তবে যারা আসছেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন।