নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে

- আপডেট সময় : ১২:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা সিটির ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি।
প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। তবে, বয়স্কদের ইভিএমে ভোট দিতে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে ৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোটাররা যেনো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এজন্য কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০ লাখ বাসিন্দার সিটি করপোরেশনের মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। দুই মেয়র প্রার্থী বাদে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারনার ১৮ দিনের কোথাও কোন সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০১১ সালের ৫ মে প্রাচ্যের ডান্ডিখ্যাত শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়।