নারায়ণগঞ্জ ফতুল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলাকারী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলায় অফিস সহকারী মহসিন ইসলামসহ দুইজন আহত হয়েছে; হামলাকারীকে আটক করেছে পুলিশ।
আটক আজমল হোসেন উত্তর চাষাড়ার মুক্তিযোদ্ধা খাজা হোসেনের ছেলে। আহত অফিস সহকারী মহসিন ইসলাম জানান, কানাডা প্রবাসী আজমল হোসেন পাসপোর্টের কাগজপত্র জমা দেন। কিন্তু টাকা জমা দেয়ার ব্যাংক রশিদ, কাগজপত্র সত্যায়িত ছিল না। স্ত্রী ও বাচ্চার কাগজের সমস্যা ছিল। কথা কাটাকাটির মধ্যেই তিনি রোহিঙ্গা কিনা তা যাচাই করার জন্য তাকে রোহিঙ্গা যাচাইয়ের জন্য ফিঙ্গার প্রিন্টের জায়গায় নিতে চাইলে তিনি রেগে গিয়ে এক পর্যায়ে গ্লাসে আঘাত করে ভেঙ্গে ফেলেন।